পাখি কখন জানি উড়ে যায়
একটা বদ হাওয়া লেগে খাঁচায় ।।
একটা বদ হাওয়া লেগে খাঁচায় ।।
খাঁচার আড়া প'লো ধসে
পাখি আর দাঁড়াবে কী সে ।
আমি এই ভাবনা ভাবছি বসে
চমক জ্বরা বইছে গায় ।।
পাখি আর দাঁড়াবে কী সে ।
আমি এই ভাবনা ভাবছি বসে
চমক জ্বরা বইছে গায় ।।
ভেবে অন্ত নাহি দেখি
কার বা খাঁচায় কে বা পাখি ।
আমার এই আঙ্গিনায় থাকি
আমারে মজাতে চায় ।।
কার বা খাঁচায় কে বা পাখি ।
আমার এই আঙ্গিনায় থাকি
আমারে মজাতে চায় ।।
আগে যদি যেত জানা
জংলা কভূ পোষ মানে না ।
তবে উহায় প্রেম করতাম না
জংলা কভূ পোষ মানে না ।
তবে উহায় প্রেম করতাম না
লালন ফকির কেঁদে কয়।।
ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন