সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

পাখি কখন জানি উড়ে যায়


পাখি কখন জানি উড়ে যায়
একটা বদ হাওয়া লেগে খাঁচায় ।

খাঁচার আড়া 'লো ধসে
পাখি আর দাঁড়াবে কী সে ।
আমি এই ভাবনা ভাবছি বসে
চমক জ্বরা বইছে গায় ।

ভেবে অন্ত নাহি দেখি
কার বা খাঁচায় কে বা পাখি ।
আমার এই আঙ্গিনায় থাকি
আমারে মজাতে চায় ।

আগে যদি যেত জানা
জংলা কভূ পোষ মানে না ।
তবে উহায় প্রেম করতাম না
লালন ফকির কেঁদে কয়।


ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭

সর্বত মঙ্গল রাধে বিনোধিনি রাই

সর্বত মঙ্গল রাধে বিনোধিনি রাই
                  বৃন্দাবনের বংশিধারী ঠাকুর কানাই ।
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়
                  পেছন থেকে কৃষ্ণ থখন আরে আরে চায় ।
জলভর জলভর রাধে ও গোয়ালের ঝ্বি
                কলস আমার পূর্ন কর রাধে বিনোধি ।
কালোমানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়
              বামন কি আর হাত বারালে চাঁদের দেখা পায় ।
কলো কালো করিসনালো ওগোয়ালের ঝ্বি
               আমায় বিধাতা করেছে কালো আমি করব কি ।
এক কালো যমুনার সর্বকালি খায়
                আগে কালো আমি কৃষ্ণ সকল রাধে চায় ।

এই কথা শুনিয়া কানাই বাশি হতে নিল
                 সর্প হয়ে কালো বাশি রাধেকে ধংশিল ।
বামপায়ে ধংশিল রাধের বামপায়ে ধরিল
                  মরলাম মরলাম বলে রাধে জমিনে পরিল ।
মরবেনা মরবেনা রাধে মন্ত্রভাল জানি
                  দু-একখানা ঝাড়া দিয়ে বিশ করিব পানি ।
এমন অঙ্গের বিশ যে ঝাড়িতে পারে
                   সোনার এই য়ৌবনখানি দান করিব তারে ।
এই কথা শুনিয়া কানাই বিশ ঝাড়িয়া দিল
                   ঝেরেঝুরে রাধে থখন গৃহবাসে গেল ।
গৃহবাসে গিয়ে রাধে আরে পেচায় চুল
                   কদম ডালে থাইক্কা কানাই ফিক্কা মারে ফুল ।

বিয়া নাকি কর কানাই বিয়া নাকি কর
                   পরের রমনি দেখে জ্বালায় জলে মর ।
বিয়াগো করিব রাধে বিয়াগো করিব
                    তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাব ।
আমার মত সুন্দর রাধে যদি পেকে চাও
                    গলায় কলস বেধে যমুনাতে যাও ।
কোথায় পাব হার কলশি কোথয় পাব দরি
                     তুমি হও যমুনা রাধে আমি ডুবে মরি ।



ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

জন্ম আমার ধন্য হলো মাগো











জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো।।
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো মাগো।।
তোমার কথায় কথা বলি
পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি
বর্ণ কত শত।
তুমি আমার—খেলার পুতুল
আমার পাশে থাক মাগো।।
তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি
এইতো আমার জীবন-মরণ
এমনি যেন থাকি।
বুকে তোমার—ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো মাগো।।

ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন