পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি সন্ধান জানে









আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি সন্ধান জানে
কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে ।

পৃথিবী গোলাকার শুনি, অহর্নিশি ঘটে আপনি
তাইতে হয় দিন রজনী, জ্ঞ্যনীগুনি তাই মানে ।
কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে

একদিকেতে নিশি হলে, অন্য দিকে দিবা বলে
আকাশতো দেখে সকলে, খোদা দেখে কয়জনে ।
কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে

আপন ঘরে কে কথা কয়, না জেনে আসমানে তাকায়
লালন বলে কে-বা কোথায়, বুঝিবে দিব্যজ্ঞ্যানে ।
কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে


ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন