পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

সর্ব সাধন সিদ্ধ হয় তার




সর্ব সাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মনিুষ গুরু নিষ্ঠা যার

নদী কিংবা বিল বাওর খাল, সর্বস্থলে  একি একজন
একা মেরে সাই, ফিরে সর্বঠাই, মানুষে মিশিয়া হয় বিদান তার
মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মনিুষ গুরু নিষ্ঠা যার

নিরাকারে জ্যোতির্ময় যে, আকার সাকার হইল সে
দিব্যজ্ঞ্যানী হয়,তবে জানতে পায়, মানুষে মিশিয়া হয় বিধান তার
মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মনিুষ গুরু নিষ্ঠা যার

বহুতর্কে দিন বয়ে যায়, বিশ্বাসের ধন নিকটে পায়
দরবেশ সিরাজসাই ডেকে বলে লালনকে, বিশ্বাসের দোকান সে করেনা আর
মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মনিুষ গুরু নিষ্ঠা যার



ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন