তুমি দিন থাকতে দ্বীনের সাধন, কেন করলে না
সময় গেলে সাধন হবে না >>>>>>>>>>>>
জানো না মন খালে বিলে, থাকে না মিল জল শুকালে
কি হবে আর বাদাম তুলে থাকে মোহনার শুকনা
সময় গেলে সাধন হবে না >>>>>>>>>>>>
অসময়ে কৃষি কইরে, মিছমিছি খেটে মরে
গাচ যদিও হয় বীজের জোরে, ফল ধরেনা
সময় গেলে সাধন হবে না >>>>>>>>>>>>
অমাবস্যায় পূর্নিমা হয়, মহা জোগ সে দিনে উদয়
লালন বলে তাহার সময়, দ্বন্দ রয় না
সময় গেলে সাধন হবে না >>>>>>>>>>>>
ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন