পাবে সামান্যে কি তার দেখা, বেদে নাই যার রূপ-রেখা
ওরে বেদে নাই যার রূপ-রেখা ।
পাবে সামান্যে কি তার দেখা>>>>>>>>>>>>>>
কেউ বলে, পরম মিষ্টি, কারো না হইল দৃষ্টি
বরাতে দুনিয়া সৃষ্টি, তাই নিয়ে লেখাজোখা।
ওরে তাই নিয়ে লেখাজোখা
পাবে সামান্যে কি তার দেখা
নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফেরে অচিন দেশে
দোসর তাই নাইকো পাশে, ফেরে সে একা একা ।
ওরে ফেরে সে একা একা।
পাবে সামান্যে কি তার দেখা
কিঞ্চিৎ ধ্যানে মহাদেব, সে তুলনা কি আর দেবো
লালন বলে গুরু ভাবো, যাবে রে মনের ধোঁকা ।
ওরে যাবে রে মনের ধোঁকা।
পাবে সামান্যে কি তার দেখা
ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
ওরে বেদে নাই যার রূপ-রেখা ।
পাবে সামান্যে কি তার দেখা>>>>>>>>>>>>>>
কেউ বলে, পরম মিষ্টি, কারো না হইল দৃষ্টি
বরাতে দুনিয়া সৃষ্টি, তাই নিয়ে লেখাজোখা।
ওরে তাই নিয়ে লেখাজোখা
পাবে সামান্যে কি তার দেখা
নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফেরে অচিন দেশে
দোসর তাই নাইকো পাশে, ফেরে সে একা একা ।
ওরে ফেরে সে একা একা।
পাবে সামান্যে কি তার দেখা
কিঞ্চিৎ ধ্যানে মহাদেব, সে তুলনা কি আর দেবো
লালন বলে গুরু ভাবো, যাবে রে মনের ধোঁকা ।
ওরে যাবে রে মনের ধোঁকা।
পাবে সামান্যে কি তার দেখা
ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন