রবিবার, ১৯ মার্চ, ২০১৭

যখন সময় থমাকে দাড়ায়














যখন সময় থমাকে দাড়ায়, নিরাশার পাখি দু-হাত বারায়
খুযেনিয়ে মন নির্ঝনে কোন, কি আর করি তখন ।
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখেমন>>>>>>>>>>>>>>>>>>>

যখন আমার গানের পাখি, শুধু আমাকে দিয়ে ফাকি
সোনার শিকলে ধরাদেয় গিয়ে, আমি শুন্যতা ঢাকি  ।
যখন এঘরে পিরেনা সে পাখি, নিস্পল হয় শত ডাকাডাকি
খুযেনিয়ে মন নির্ঝনে কোন, কি আর করি তখন ।
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখেমন>>>>>>>>>>>>>>>>>>>

যখন এ মনে প্রশ্নের ঝর, ভেঙ্গেদেয় যুক্তির খেলাঘর
থখন বাতাস অন্য কোথাও, সোনায় তার উত্তর ।
যখন আমার ক্লান্ত চরন, অভিরত বুকে রক্ত খরন
খুযেনিয়ে মন নির্ঝনে কোন, কি আর করি তখন ।
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখেমন>>>>>>>>>>>>>>>>>>>


ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

কোন মন্তব্য নেই: