বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

শুনিলে প্রান চমকে ওঠে









শুনিলে প্রান চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা
যেখানে সাইর বারামখানা, যেখানে সাইর বারামখানা ।

যা ছুইলে প্রানে মরি, এই জগতে তাইতে তরি
বুঝেও তা বুঝতে নারি, কৃত্তি কর্মার কি কারখানা
যেখানে সাইর বারামখানা, যেখানে সাইর বারামখানা ।

অাত্ত তত্ত যে জেনেছে, দিব্যজ্ঞ্যানী সে হয়েছে
কূ-বৃক্ষে সুফল ফলেছে, কৃত্তি কর্মার কি কারখানা 
যেখানে সাইর বারামখানা, যেখানে সাইর বারামখানা ।

যে ধনের উত্তপত্তি প্রানধন, সে ধনের হইলনা যতন
অকালের ফল পাকায় লালন, এই দুঃখের দোষর মিলল না
যেখানে সাইর বারামখানা, যেখানে সাইর বারামখানা ।


ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

কোন মন্তব্য নেই: