শনিবার, ১৮ মার্চ, ২০১৭

তোমরা কুঞ্জ সাজাওগো





মনে চায় প্রানে চায় , দিলে চায় যারে
তোমরা কুঞ্জ সাজাওগো, আজ আমার প্রাননাথ আসিতে পারে ।

বসন্ত সময়ে কুকিল ডাকে কুহু শুরে
যৌবন বসন্ত এমন, থাকতে দেয়না ঘরে
তোমরা কুঞ্জ সাজাওগো, আজ আমার প্রাননাথ আসিতে পারে ।

আতর গোলাপ সূয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে
সাজাওগো ফুলের বিছানা, পবিত্র অন্তরে
তোমরা কুঞ্জ সাজাওগো, আজ আমার প্রাননাথ আসিতে পারে ।

আসিলে আসিতে পারে ভরসা অন্তরে
করিমে কয় পাইলে কি আর, ছাইরা দিতাম তারে
তোমরা কুঞ্জ সাজাওগো, আজ আমার প্রাননাথ আসিতে পারে ।



ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

কোন মন্তব্য নেই: