জানিতে চাই দয়াল তেমার আসল নামটা কি
আমরা বহু নামে ধরাধামে কত রকরমে ডাকি..... ঐ
কেহ তোমায় বলে ভগবান, ওরে গড বলে কেউ করে আহবান
কেহ খোদা কউ জিহুদা, কেউ কয় পাঠিয়ান।
গাইলাম জনম ভরে মুখস্ত গান , মুখভোলা টিয়া পাখি.....ঐ
সর্ব সাশ্রে শুনিতে যে পােই, তোমার নাকি পিতা মাতা নাই
তোমার নামকরন করল কে সাই, বসে ভাবি তাই।
তুমি নামি কি অনামি হে সাই, আমরা তার বুঝিবা কি.......ঐ
কেহ পিতা কেহ পুত্র কয়, ওরে বন্ধু বলে কউ দেয় পরিচয়
তুমি সকলেরি সকল আবার, কারই কিছু নও।
দয়াল তোমার যে আসল পরিচয়, কে জানে তা কিনা কি.......ঐ
পাগল বিযয় বলে মনের কথা কই, আমি খাটি ভবের পাগল নই
আমার গোল বেধেছে মনের মাঝে কাজেই পাগল হই।
আমার বুকে যা নাই মুখে তা- কই, কাটা কান চুলে ডাকি.....ঐ
ভুলত্রুটি দয়াকরে ক্ষমা সুন্দর দৃষ্দিতে দেখবেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন