শনিবার, ১৮ মার্চ, ২০১৭

গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান




গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমারা আগে কি সুন্দর দিন কাটাইতাম ।

হিন্দু বাড়ীতে যাত্রাগান হইত, নিমত্রন দিত আমরা যাইতাম
জারিগান বাউলগান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌরাইতাম ।
আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমারা আগে কি সুন্দর দিন কাটাইতাম ।

বর্ষাযখন হইত গাজির গান আইত, রঙে ঢঙে গাইত আনন্দ পাইতাম
কে হবে মেম্বার কে-বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম ।
আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমারা আগে কি সুন্দর দিন কাটাইতাম ।

করিলে ভবনা সেদিন আর পাবনা, ছিল বাসনা সুখি হইতাম
দিন হতে দিন অসবে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম ।
আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমারা আগে কি সুন্দর দিন কাটাইতাম ।


ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

কোন মন্তব্য নেই: