বলি মা তোর চরন ধরে, নণী চুরি আর করব না মা
আর আমারে মারিসনে মা >>>>>>>>>>>>>>>
নণীর জন্যে আজ আমারে, মারলি মা তুই বেধে ধরে ।
দয়া নাই মা তোর অন্তরে, স্বল্পতেই গেল যানা মা
আর আমারে মারিসনে মা >>>>>>>>>>>>>>>
পরে মারে পরের ছেলে, কেদে গিয়ে মাকে বলে ।
সেই মা জননি নিষ্ঠুর হলে, কে বুজে শিষুর বেদনা মা
আর আমারে মারিসনে মা >>>>>>>>>>>>>>>
ছেরে দে মা হাতের বাধন, যায় যে দিকে যায় দু-নয়ন ।
পরের মাকে ডাকবে লালন, তোর গৃহে আর থাকবে না মা
আর আমারে মারিসনে মা >>>>>>>>>>>>>>>ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন