ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার ।
নানান রকম জিনিস, আর আসবাব দামি দামি
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি ।
ছেলের আমার আমার প্রতি অগাদ সম্ভ্রম
আমার এ ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ।।
আমার ব্যবহারের এই সেই আলমারি আর আয়না
ওসব বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায়না ।
ও তার বাবার চবি, ঘরি, ছরি, বিদেয় হল তারাতারি
ছেরে দিল কাকে খেল পোষা বুড়ো ময়না ।
স্বমী-স্ত্রী আর এনসেশিয়াল জায়গা বরই কম
আমার এ ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ।।
নিজের হাতে ভাত খেতে পারতনাকো খোকা
বলতাম আমি না থাকিলে কি করবিরে বোকা ।
ঠোট ফুলিয়ে কাদত খোকা আমার কথা শুনে
খোকা বোদহয় আর কাদেনা নেই বুঝি তার মনে ।
ছোট্র বেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেদে
দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেধে ।
দুহাত আজো খোজে ভুলে যায়যে একদম
আমার এ ঠিকানা এখন বৃদ্ধাশ্রম ।।
খোকারও হয়েচে ছেলে দু-বছর হল
আরতো মাত্র বছর পঁচিশ এখনি মুখ তোল ।
একশ বছর বাঁচতে চাই এখন আমার স্বাদ
পঁচিশ বছর পরে খোকার হবে উনষাট ।
আশ্রমের এই ঘরটায় ছোট জায়গাও দেখেছি
খোকা আমি দুজনাতে থাকব পাশাপাশি ।
সেই দিনটার স্বপ্ন দেখি ভিষণ রকম
মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্যম ।।
ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন